১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

সাংবাদিক আরিফিন তুষারের মৃত্যুতে জাপার প্রেসিডিয়াম সদস্য তাপসের শোক

আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশালঃ  বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ও দৈনিক কালবেলার ব্যুরো চিফ আরিফিন তুষার ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন) ৮ আগস্ট সোমবার রাতে পত্রিকা অফিসে কর্মরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাংবাদিক আরিফিন তুষারের অকাল মৃত্যুতে গভীর শোক ও দূঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল মহানগর জাপার সদস্য সচিব ইকবাল হোসেন তাপস। তিনি এক বিবৃতিতে জানান, বরিশালে যে কজন ভালো পেশাদার সাংবাদিক রয়েছেন তার মধ্যে আরিফিন তুষার অন্যতম একজন। জাতির এই ক্লান্তি লগ্নে এমন কলম সৈনিকের প্রস্থান মেনে নেয়া কঠিন। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন।

272 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন