আপডেট: আগস্ট ২৪, ২০২৫
অনলা্ইন নিউজ: বরিশালের বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদিকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রবিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার সিআইডি টিম তাকে তার মামার বাসা থেকে গ্রেপ্তার করে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, সিআইডির একটি দল ঢাকা থেকে এসে রাত সাড়ে ১০টার দিকে তৌহিদ আফ্রিদিকে তার আত্মীয়ের বাসা থেকে আটক করে ঢাকায় নিয়ে যায়।
এ বিষয়ে সিআইডির পক্ষ থেকে মুখপাত্র ও বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান জানান, বরিশালে অভিযান চালিয়ে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে ঢাকায় আনা হচ্ছে।
এর আগে গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে তৌহিদের বাবা এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘মাই টিভি’র চেয়ারম্যান মো. নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে ডিবি (গোয়েন্দা পুলিশ)। তাকে যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়, যেটি ‘বৈষম্যবিরোধী আন্দোলন’-কে ঘিরে দায়ের হয়েছিল।
প্রসঙ্গত, ১৭ আগস্ট জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ) নামের একটি সংগঠন সরকারের প্রতি আহ্বান জানায় তৌহিদ আফ্রিদিকে দ্রুত গ্রেপ্তারের। তাদের দাবি ছিল, আফ্রিদি শুধু বর্তমান সরকার নয়, ১৫ আগস্ট উপলক্ষে আয়োজিত আওয়ামী লীগের প্রচারাভিযানেও আর্থিক সহায়তা প্রদান করেছিলেন।
তথ্য অনুযায়ী, যাত্রাবাড়ী থানায় ২০২৪ সালের ৩০ আগস্ট যেই হত্যা মামলাটি দায়ের হয়, সেটির তদন্ত বর্তমানে সিআইডির তত্ত্বাবধানে চলছে। মামলার প্রধান অভিযুক্ত হিসেবে নাম রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দ্বিতীয় ও তৃতীয় আসামি হিসেবে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুন।
এই মামলায় তৌহিদ আফ্রিদি ১১ নম্বর এবং তার বাবা নাসির উদ্দিন সাথী ২২ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত। মামলায় মোট ২৫ জনকে নামীয় এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।