১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

সংসদীয় আসনের সীমানার চূড়ান্ত তালিকা প্রকাশ

আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৫

নিউজ ডেস্ক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন দাবি বা আপত্তি বা সুপারিশ বা মতামত সংবলিত দরখাস্তের তথ্যাদি পর্যালোচনা করে এবং শুনানিকালে উপস্থাপিত তথ্য ও যুক্তিতর্ক বিবেচনায় নিয়ে প্রাথমিক তালিকায় প্রকাশিত নির্বাচনী এলাকার প্রয়োজনীয় সংশোধন করে জাতীয় সংসদের ৩০০ আসনের পুনর্নির্ধারিত সীমানার চূড়ান্ত তালিকা প্রকাশ করল।

কমিশন জানিয়েছে, মোট ৩৭টি আসনের সীমানায় পরিবর্তন এসেছে।

এ সীমানার ভিত্তিতেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন। এবার গাজীপুরে একটি বাড়িয়ে ৬টি আসন এবং বাগেরহাটে একটি কমিয়ে ৩টি আসন রাখা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-২ থেকে বিজয়নগর উপজেলাকে সরিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩-এ নেওয়া হয়েছে। 

আখতার আহমেদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তা গেজেটে আকারে প্রকাশ করা হবে।সূত্র:দৈনিক কালের কণ্ঠ 

34 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন