আপডেট: মে ৪, ২০২১
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ডিঙ্গামানিক গ্রামের দিনমজুর মহিউদ্দিনে বসত বাড়ি অগ্নিকাণ্ডে পুড়ে ছাঁই হয়ে যায়। এছাড়া আগুনে পুড়ে তার প্রতিবন্ধী ছেলে নিহত হয়। এমন খবর পেয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রীর নির্দেশনায় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মাহবুবুর রহমান মধু ঘটনাস্থলে গিয়ে ওই পরিবারকে নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।
পরে ভাইস চেয়ারম্যান চন্দ্রমোহন আ.লীগের ত্যাগী নেতা মরহুম ফটিকের পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এদিকে গতকাল মাদারীপুরে শিবচরে স্পিডবোট দুর্ঘটনায় নিহত চ›ত্রমোহন ইউনিয়নের ভেদুরিয়া গ্রামের বাসিন্দা আনোয়ার মাঝির বাড়িতে যান তিনি। এ সময় নিহতের জানাযা নামাজে অংশগ্রহণ এবং নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও শোক সন্তপ্ত পরিবারকে সান্তনা দেন।