১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
চট্টগ্রাম-১১ আসনে অসুস্থ বিএনপি নেতার পাশে ইসরাফিল খসরু বুধবার থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ‘কমপ্লিট শাটডাউন’ ৮ কুকুরছানাকে হত্যা, অভিযুক্ত কর্মকর্তাকে সরকারি বাসা ছাড়ার নির্দেশ বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে তিন বাহিনীর প্রধান শাস্তি পেতে হবে শিক্ষকদের, কঠোর অবস্থানে সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন মানিকগঞ্জে শুরু হয়েছে খেঁজুরের রস আহরণের প্রস্তুতি দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান

বরিশালে দুই সাংবাদিকের উদ্যোগে তাৎক্ষণিক রাস্তা মেরামত

আপডেট: জুলাই ৩১, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল সিএন্ডবি রোডের পাশে একটি দোকানে চা খাচ্ছিলেন দু’জন সাংবাদিক। হঠাৎ একটি অটো এসে রাস্তার খাদে পড়ে উল্টে গেল। কয়েকজন যাত্রী আহত হলেন। তাদেরকে চিকিৎসায় পাঠানোর কিছুক্ষণ পর আবারো একটি গাড়ি সেই খাদে পড়লো। অল্পের জন্য রক্ষা। এসব দেখে চা খেতে থাকা দুই সাংবাদিক আর বসে থাকতে পারলেন না। তারা এক মহতি উদ্যোগ নিয়ে প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর ভাষায় ব্যাপক প্রশংসিত হলেন।

দৈনিক বিজনেস বাংলাদেশের ব্যুরো চিফ মামুনুর রশীদ নোমানী ও দৈনিক বর্তমান’র ব্যুরো চিফ মামুন-অর-রশিদ ফোন করলেন সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী আল আমিনকে। ঘটনার বর্ননা দিতেই তাৎক্ষণিক সাড়া দিলেন প্রকৌশলী আল আমিন। একটি পিকআপে ইট, বালু, সরঞ্জামাদী ও দু’জন শ্রমিক পাঠিয়ে দিলেন। মুহুর্তের মধ্যে সেই খানা -খন্দক মেরামত করা হয়। সাংবাদিকরাও উপস্থিত থেকে কাজের তদারকি করে তাদেরকে সহযোগিতা করেন। প্রত্যক্ষদর্শীরা এটা দেখে অভিভুত হন। তারা ঐ দুজন সাংবাদিকের এমন পদক্ষেপের ভুয়সী প্রশংসা করেন।

 

স্থানীয় প্রত্যক্ষদর্শী রাজু মিয়া বলেন, এই দু’জন সাংবাদিকের কারনে আজ বড় কোন দুর্ঘটনা থেকে রক্ষা হলো। তাছাড়া এত দ্রুত রাস্তা মেরামত করার জন্য সওজের প্রশংসাও করেন তিনি।

আরেক প্রত্যক্ষদর্শী কামরুজ্জামান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। আজকের এই দৃশ্য দেখে তাদের প্রতি আমার শ্রদ্ধা আরো বেড়ে গেল। নোমানী ভাই ও মামুন ভাইকে আল্লাহ যেন এই মহতি কাজের উত্তম জাযা দান করেন।

দৈনিক বর্তমান’র ব্যুরো চিফ মামুন-অর-রশিদ বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এমন উদ্যোগ নিয়েছি। সাংবাদিক হিসেবে নয়, নাগরিক হিসেবে এটা আমাদের দায়িত্ব বলে আমি বিশ্বাস করি।

দৈনিক বিজনেস বাংলাদেশের ব্যুরো চিফ মামুনুর রশীদ নোমানী বলেন, এটাই সাংবাদিকতার স্বার্থকতা। আজ এমন একটি কাজ করতে পেরে ভালো লাগছে। তবে সওজ বিভাগকেও ধন্যবাদ জানাই।

195 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন