১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
চট্টগ্রাম-১১ আসনে অসুস্থ বিএনপি নেতার পাশে ইসরাফিল খসরু বুধবার থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ‘কমপ্লিট শাটডাউন’ ৮ কুকুরছানাকে হত্যা, অভিযুক্ত কর্মকর্তাকে সরকারি বাসা ছাড়ার নির্দেশ বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে তিন বাহিনীর প্রধান শাস্তি পেতে হবে শিক্ষকদের, কঠোর অবস্থানে সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন মানিকগঞ্জে শুরু হয়েছে খেঁজুরের রস আহরণের প্রস্তুতি দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান

চট্টগ্রাম-১১ আসনে অসুস্থ বিএনপি নেতার পাশে ইসরাফিল খসরু

আপডেট: ডিসেম্বর ৭, ২০২৫

মোঃ আবদুল হাকিম চৌধুরী, চট্টগ্রামঃ চট্টগ্রাম মহনগরের ৩৯ নং ওয়ার্ডের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে দেখতে গেলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু। তিনি অসুস্থ বিএনপি নেতার শারীরীক খোঁজ-খবর নেন। ইসরাফিল খসরু চট্টগ্রাম-১১ আসনের বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী।

জনাব ইসলাফিল খসরু সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম-১১ আসনের প্রতিটি ওয়ার্ড, পাড়া-মহল্লাসহ বিভিন্ন এলাকার তৃণমুল মানুষের সাথে মিশে তাঁদের সুবিধা-অসুবিধাগুলো সম্পর্কে অবগত হচ্ছেন।

যেসব সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করা যায় সেগুলো স্থানীয়দের সহায়তায় সমাধান করে দিচ্ছেন। এছাড়া দলের যেসব নেতাকর্মী অসুস্থ হওয়ার খবর শুনছেন ছুটে গেছেন তাঁর পাশে। সাধারণ মানুষের সাথে ইসরাফিল খসরুর এই সরাসরি যোগাযোগের কারণে তৃণমুল পর্যায়ে বেশ প্রশংসিত হচ্ছেন বলে সর্বত্র আলোচনা রয়েছে। সাধারণ মানুষ চাচ্ছেন এমন একজন নেতা এই আসনে এমপি হয়ে আসুক যাকে প্রয়োজনের সময় অন্তত কাছে পাওয়া যায়। সেদিক থেকে ইসরাফিল খসরু ইতোমধ্যে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন বলে জনমুখে আলোচিত হচ্ছে।

 

74 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন