আপডেট: জুলাই ১৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক, বরিশালঃ দৈনিক যুগান্তর ও এনটিভি বরিশাল ব্যুরো চিপ বিশিষ্ট সাংবাদিক আকতার ফারুক শাহিনের বিরুদ্ধে মানহানি মামলা প্রত্যাহার না হলে বিএনপি নেত্রী বিলকিস আক্তার জাহান শিরিনের সব সংবাদ বর্জনের হুমকি দিয়েছেন বরিশালের সাংবাদিক নেতারা। রোববার নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন করে বরিশালের সাংবাদিক সমাজ। পরে সাংবাদিক নেতারা জেলা প্রশাসকের দপ্তরে গিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন।
বক্তারা বলেন, সংবাদ প্রকাশ হলেই মামলা দেওয়া স্বাধীন সাংবাদিকতার জন্য মারাত্মক হুমকি ও ফ্যাসিবাদের নমুনা। মামলা করে গণমাধ্যমের কণ্ঠ রোধ করা যাবে না– তার প্রমাণ জুলাই অভ্যুত্থান। কোনো সংবাদ নিয়ে অভিযোগ থাকলে বিক্ষুব্ধ ব্যক্তি প্রেস কাউন্সিলে যেতে পারেন। তা না করে সংবাদকর্মীর বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা দেওয়ার মানে স্বাধীন সাংবাদিকতাকে দমন করার অপচেষ্টা। সাংবাদিক ফারুক শাহিনের বিরুদ্ধে মামলা দ্রুত প্রত্যাহার না হলে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
সেখানে বক্তব্য দেন বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল, কাজী মেহেরুন্নেছা বেগম ও কাজী আল মামুন, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক নুরুল আলম ফরিদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশন-বরিশালের সভাপতি পুলক চ্যাটার্জি, বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল ইলেকট্রনিকস্ মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মুরাদ আহম্মেদ, বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হিরা, বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি নিকুঞ্জ বালা পলাশ, সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি সাইফুর রহমান মিরণ প্রমুখ।