১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

তারাবির নামাজ পড়ার সময় মসজিদে গুলি, ৮ ভাই নিহত

আপডেট: এপ্রিল ১৮, ২০২১

নিজস্ব প্রতিবেদক ॥ তারাবির নামাজ পড়ার সময় মসজিদে গুলি চালিয়ে আফগানিস্তানে এক পরিবারের আট ব্যক্তিকে হত্যা করেছে বন্দুকধারীরা। আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা জানায়, গতকাল শনিবার দেশটির পূর্ব নানঘর প্রদেশে এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, জালালাবাদের ওই এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে তাদের হত্যা করা হয়। আটজনের মধ্যে পাঁচজন এক মায়ের সন্তান, বাকি তিনজন তাদের চাচাতো ভাই।

স্থানীয় এক পুলিশ বলেছেন, ‘তারাবির নামাজের সময় মসজিদে ঢুকে গুলি চালানো হয়। প্রাথমিক তথ্যের ভিত্তিতে বোঝা যাচ্ছে এটি টার্গেটেড হামলা।’

আফগানিস্তানে জমি সংক্রান্ত বিরোধ প্রায়ই দেখা যায়। এই ধরনের সমস্যা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে। গত এপ্রিলে ছয়জন উপজাতিকে এভাবে হত্যা করা হয়। ওই ঘটনায় আহত হন ২০ জন।

882 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন