আপডেট: জুন ৬, ২০২১
নিজস্ব প্রতিবেদক ॥ ফরিদপুরে ১শ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৮। গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার (৬জুন) মধুখালী থানাধীন মির্জাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আবদুর রহমান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃত মাদক কারবারী মোঃ আল আমিন(২০), মধুখালী থানার পারআশাপুর গ্রামের মজনু খান এর পুত্র।
র্যাব জানায়, অভিযানের সময় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১ টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন এবং ১ টি মাইক্রো জব্দ করা হয়। এ ঘটনায় আল আমিনের বিরুদ্ধে ফরিদপুর জেলার মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।