১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বাল্যবিয়ের অপরাধে কাজীসহ শ্বশুড়-জামাই শ্রীঘরে

আপডেট: মে ১০, ২০২১

পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীতে বাল্য বিবাহ করার অপরাধে বর ও কাজী সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাদের জেলহাজতে প্রেরন করা হয়েছে। গত কাল রোববার রাতে দশমিনা উপজেলার সদর ইউনিয়নের আরজবেগী কন্যার বাড়ী থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, বর মো. মান্না (২৩), বাল্য বিয়ের শিকার স্কুল ছাত্রীর বাবা মো. সবুজ (৩৫) ও কাজী মো. সিরাজুল ইসলাম (৬৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার সদর ইউনিয়নের কাউনিয়া গ্রামের মৃত জামাল চৌকিদারের ছেলে মো. মান্নার সাথে একই ইউনিয়নের আরজবেগী গ্রামের মো. সবুজের সপ্তম শ্রেনীতে পড়ুয়া মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছিল। বিষয়টি টের পেয়ে দশমিনা থানা পুলিশ রোববার রাতে আরজবেগী গ্রামের বিয়ে বাড়ি থেকে কাজী মো. সিরাজুলসহ বর মান্না ও কনের বাবা সবুজকে বাল্য বিয়ে দেয়ার অপরাধে আটক করে।

পরে সোমবার পুলিশ বাদী হয়ে মামলা দিয়ে দুপুরে তাদের আদালতে প্রেরণ করলে আদালত তিন জনকেই জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

দশমিনা থানার ওসি জসিম উদ্দিন জানান, বাল্য বিয়ে দেয়ায় ৩ জনকে আটক করা হয়েছে। তাদের আজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

276 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন