২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

পিরোজপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট: মে ৬, ২০২১

পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের ইন্দুরকানীতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ০৬ মে বৃহস্পতিবার সকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নে বটতলা বাজার সংলগ্ন রাস্তার পাশে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে পরে পুলিশ কে খবর দিলে। লাশটি উদ্ধার করে মর্গে পাঠান।

স্থানীয় সুত্রে জানাযায়, বেশ কয়েকদিন ধরে ভারসাম্যহীন এই লোকটিকে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়। স্থানীয়রা পাগল বলে জানান।

এ বিষয়ে ইন্দুরকানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আমরা খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। মৃত্যু ব্যাক্তির পরিচয় উদঘটনে বিভিন্নরকম নমুনা সংগ্রহ করেছি যাতে মৃত্যু ব্যক্তির পরিচয় পাওয়া যায়। লাশের পরিচয় শনাক্তে আমারা সর্বত্র চেষ্টা করব।

367 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন