২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

এনসিপিতে পদত্যাগপত্র জমা তাসনিম জারা

আপডেট: ডিসেম্বর ২৭, ২০২৫

অনলাইন নিউজঃ কোনো নির্দিষ্ট দল বা জোট থেকে নির্বাচনে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

আজ ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টে এই তথ্য জানান তিনি।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে অংশ নেওয়ার কথা জানিয়ে খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসীকে উদ্দেশ করে তিনি লেখেন, “আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি”।

“একটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে, সুসংগঠিত কর্মী বাহিনী থাকে। সরকার ও প্রশাসনের সাথে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে। তবে আমি যেহেতু কোনো দলের সাথে থাকছি না, তাই আমার সে সব কিছুই থাকবে না,” লিখেছেন তিনি।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়াতে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী ঢাকা-৯ আসনের চার হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর একটি নির্দিষ্ট ফর্মে প্রয়োজন জানিয়ে তিনি লিখেছেন, আগামীকাল এই স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু করবেন।

এদিকে, তার এই সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বিবিসি বাংলাকে বলেন, তাদের দলের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তাসনিম জারা আজ পদত্যাগপত্র পাঠানোর পরপরই ফেসবুকে পোস্ট দেন। তিনি দলের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেননি।

উল্লেখ্য, সম্প্রতি আরো কয়েকজন নেতা এনসিপি থেকে পদত্যাগ করেছেন।

বিশেষ করে জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা নিয়ে দলটির আলোচনা শুরুর পর দলের ভিন্নমত তৈরি হয় বলে জানা যায়।

“দল ও বড় অংশের নেতারা ভুল পথে আছে” উল্লেখ করে এনসিপি থেকে সম্প্রতি পদত্যাগ করেছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক।

এর আগে, দলটির আরও তিনজন কেন্দ্রীয় নেতা অনিক রায়, তুহিন খান এবং অলিক মৃ দলটি থেকে পদত্যাগ করেছেন।

তথ্যসূত্রঃবিবিসি বাংলা
9 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন