২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

সুন্দরবনে অগ্নিকান্ড

আপডেট: মে ৩, ২০২১

বিজয় ডেস্ক ॥
সুন্দরবনের পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (০৩ এপ্রিল) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বন বিভাগ ও শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

তবে কেন আগুন ধরেছে এবং কী পরিমাণ জায়গায় আগুন ছড়িয়েছে, তা জানাতে পারেনি সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন।

তিনি বলেন, দুপুর ১টার দিকে দাসের বারানি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে বনরক্ষীরাও কাজ করছেন। আগুন যাতে বনের মধ্যে ছড়াতে না পারে সে জন্য আমরা আগুনের স্থানের চারপাশে ফায়ার ক্যানেল কাটা শুরু করেছি। আশা করি, খুব তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রণে আনতে পারব।

 

202 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন