১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার

করোনাকালের কবিতা

আপডেট: মে ৪, ২০২১

করোনাকাল

-ফাত্তাহ তানভীর রানা

দহনকালে
এসেছে করোনাকাল;
এ কী হয়েছে মানুষের হাল!
মানুষের নেই কো কোনো ঢাল।
শুকিয়েছে সব বিল-খাল
এখন করোনাকাল।
মানুষের বড়ই আকাল
অবস্থা বেগতিক-বেহাল!
চলছে দহনকাল
এখন করোনাকাল।

484 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন