২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

বাকেরগঞ্জে দুধাল ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুজনকে কুপিয়ে জখম

আপডেট: এপ্রিল ২৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক॥ আজ ২৬ এপ্রিল দুপুর ১ টার সময়ে বাকেরগঞ্জ উপজেলার দুধাল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গোমা দক্ষিণ কৃষ্ণকাঠী গ্রামের মোস্তফা ফকিরের ছেলে নোমান ফকিরের সাথে তার পাশের ঘরের চাচির সাথে গভীর নলকূপ থেকে পানি উত্তোলন কে কেন্দ্র করে কথা কাটাকাটিতে হয়।

 

এই সময় তার দুই চাচাতো ভাই বশির ফকির ও সালাম ফকির প্রতিবাদ করতে এলে এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হয়। ঘটনার এক পর্যায়ে নোমান ফকির ঘর থেকে ধারালো দা নিয়ে এসে বশির ফকির ও সালাম ফকিরের উপর এলোপাথারি কোপ দেয়।

 

 

বশির ফকিরের মাথার উপরে কোপ পরে গুরুতর রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ও সালাম ফকিরের বুকের পাজরে কোপ দেয়। তাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে আহতদেরকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়া।

 

 

আহত বশির ফকিরের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় লোকজন জানান, শাওন ফকির কিশোর গ্যাং লিডার ঢাকা নারায়ণগঞ্জ এলাকায় আগে বসবাস করত সেখানে তার বিশাল ক্যাডার বাহিনী রয়েছে।

 

 

মাদকের সাথে রয়েছে যোগসুত্র নিজেও মাদক সেবন করে। এলাকায় একের পর এক অপকর্ম করে বেড়ালেও কিশোর গ্যাং শাওন রয়ে যাচ্ছেন অধরা। শাওনের সেন্টার দাতা গডফাদার রয়েছেন আড়ালে। কিছুদিন আগে বাড়ির উপরে অষ্টম শ্রেণি পড়ুয়া চাচাতো বোনকে নিয়ে ভেগে গিয়ে বিয়েও করেন শাওন।

 

তার এই বাল্যবিবাহের কারণে পারিবারিকভাবে ডিভোর্স দেওয়া হয় ওই চাচাতো বোনকে। একের পর এক তার এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকায়।

 

এলাকাবাসী মনে করেন এই কিশোর গ্যাং শাওনকে আইনের আওতায় আনা না হলে এর চেয়েও বড় ধরনের ঘটনা সে ঘটতে পারে। এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন মিলন জানান, এই ঘটনার এখন পর্যন্ত আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ আসেনি লিখিত অভিযোগ আসলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

172 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন