১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
চট্টগ্রাম-১১ আসনে অসুস্থ বিএনপি নেতার পাশে ইসরাফিল খসরু বুধবার থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ‘কমপ্লিট শাটডাউন’ ৮ কুকুরছানাকে হত্যা, অভিযুক্ত কর্মকর্তাকে সরকারি বাসা ছাড়ার নির্দেশ বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে তিন বাহিনীর প্রধান শাস্তি পেতে হবে শিক্ষকদের, কঠোর অবস্থানে সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন মানিকগঞ্জে শুরু হয়েছে খেঁজুরের রস আহরণের প্রস্তুতি দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান

বন্দরটিলায় ডাইনামিক নাছির প্লাজা কাঁচাবাজার ও শপিং মলের উদ্ধোধন

আপডেট: আগস্ট ৩১, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ বন্দরটিলায় ডাইনামিক নাছির প্লাজা কাঁচাবাজার ও শপিং মলের উদ্ধোধন করা হয়েছে। শনিবার (৩১ আগস্ট) এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ডাইনামিক ডেভেলপমেন্ট ল্যান্ডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওসমান হারুন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম -১১ এর সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাষ্টি বোর্ড পরিচালক আলহাজ্ব মোঃ শফিউল আলম (শফি), প্রবীণ সাংবাদিক,দ্যা পিপলস ভিউর সম্পাদক মোঃ ওসমান গনি মুনসুর, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ জাহিদুল করিম কচি, দঃ জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মুজিবুর রহমান চেয়ারম্যান,এডভোকেট মোঃ শাহেদ আলী, ল্যান্ড ওনারের পক্ষে আলহাজ্ব মোঃ ইউসুফ, বিশিষ্ট সমাজসেবক ও সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক হাজী মুজিবুল হক বকুল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই সাথে শপিং মল ও কাঁচা বাজারের সমন্বয় সাধন করে এই মার্কেটে সবাই কে সানন্দে আসার আহ্বান জানিয়েছেন আমন্ত্রিত অতিথিরা। চসিক মেয়র‌ ডাঃ মোঃ শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় না আসার জন্য দুঃখপ্রকাশ করেছেন আয়োজক ডাইনামিক ডেভেলপমেন্টের চেয়ারম্যান মোঃ ওসমান হারুন। পরিশেষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠান সম্পন্ন হয়।

139 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন