আপডেট: আগস্ট ১৪, ২০২৫
অনলাইন নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোতে সম্প্রতি ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হল কমিটিগুলো বহাল থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ছাত্রদলের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে এবং ডাকসু কেন্দ্রিক ছাত্র রাজনীতির রূপরেখা নির্ধারণের লক্ষে উপাচার্যের সঙ্গে তাদের সাক্ষাতের পর এসব কথা বলেন ছাত্রদল সভাপতি।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, “কারা সাইবার বুলিং করছে, গুপ্ত ছাত্র রাজনীতির মাধ্যমে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে এবং অপসংস্কৃতির জন্ম দিচ্ছে তা বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করবে বলে আমাদের আশ্বস্ত করেছে। আমাদের হল কমিটিগুলো বিদ্যমান থাকবে।”
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন হলগুলোতে গুপ্ত ছাত্র রাজনীতির প্রতি অনীহা দেখিয়েছে। গুপ্ত ছাত্র রাজনীতি বন্ধে তারা কাজ করবে বলে আমাদের জানিয়েছে। আমরা ছাত্রদল তাদের আশ্বস্ত করেছি, সচেতন ছাত্র সংগঠন হিসেবে আমরা সবসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আছি।”
ছাত্রদল সভাপতি বলেন, “আশা করছি, আগামী শনিবারের মধ্যে ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি নিষিদ্ধের ঘোষণা এবং হলে ছাত্র রাজনীতির নীতিমালা সংক্রান্ত আপডেট পাবো। একইসঙ্গে, ঢাবি ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার রয়েছে প্রশাসনের।”
তিনি আরও বলেন, “ছাত্রলীগ যেভাবে হলগুলো দখল করেছিল ছাত্রশিবিরও গুপ্ত রাজনীতির মাধ্যমে হলগুলো সেভাবে দখল করে নিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ গ্রুপে ছাত্রদলকে নিয়ে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য করা হচ্ছে। এ ব্যাপারে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছি।”
প্রসঙ্গত, গত ৯ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছাত্রদল তাদের কমিটি ঘোষণা করে, যা ঘিরে বিতর্ক ও প্রতিক্রিয়া তৈরি হয়।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্রদলসহ বিভিন্ন ছাত্র সংগঠনের কমিটি ঘোষণার প্রতিবাদে সেদিন রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীদের একটা অংশ। গভীর রাতে উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হন তারা। বিক্ষোভের মুখে উপাচার্য নিয়াজ আহমেদ খান হলে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন।
এরই প্রেক্ষিতে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে ছাত্রদলের পক্ষ থেকে নিজেদের অবস্থান তুলে ধরা হয়।