১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
চট্টগ্রাম-১১ আসনে অসুস্থ বিএনপি নেতার পাশে ইসরাফিল খসরু বুধবার থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ‘কমপ্লিট শাটডাউন’ ৮ কুকুরছানাকে হত্যা, অভিযুক্ত কর্মকর্তাকে সরকারি বাসা ছাড়ার নির্দেশ বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে তিন বাহিনীর প্রধান শাস্তি পেতে হবে শিক্ষকদের, কঠোর অবস্থানে সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন মানিকগঞ্জে শুরু হয়েছে খেঁজুরের রস আহরণের প্রস্তুতি দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান

কঙ্গোতে বন্দুকধারীদের হামলায় নিহত ৫৫

আপডেট: জুন ১, ২০২১

বিজয় ডেস্ক ॥ মধ্য আফ্রিকার দেশ ডিআর কঙ্গোর দুটি গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত ৫৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার জাতিসংঘ এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলছে, বিগত বছরগুলোতে কঙ্গোতে ঘটে যাওয়া সহিংসতার ঘটনাগুলোর মধ্যে এটি ছিল সবচেয়ে ভয়াবহ। দেশটির পূর্বাঞ্চলে ইতুরি প্রদেশের দুই গ্রাম বোগা ও তিচাবিতে এ হামলার ঘটনা ঘটে।

দেশটির একজন সামরিক কর্মকর্তার বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বন্দুকধারীদের পৃথক দুই হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। উগান্ডা সীমান্তবর্তী দুটি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটেছে। একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওই অঞ্চলে ১২টির মতো সশস্ত্র গোষ্ঠী সক্রিয়। এর মধ্যে একটি অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) সংশ্লিষ্টরা এ হামলা চালিয়ে থাকতে পারে।

জাতিসংঘ এক বিবৃতিতে বলেছে, গ্রামের ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং অনেক নাগরিককে অপহরণ করা হয়েছে।

1221 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন