১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

নেত্রকোনায় কোনো ধরনের দুর্নীতি ও মব সন্ত্রাস বরদাস্ত করা হবে না: ডিসি আবদুল্লাহ জামান

আপডেট: আগস্ট ২৮, ২০২৫

সোহেল আহমেদ, নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় কোনো ধরনের দুর্নীতি ও মব সন্ত্রাস বরদাস্ত করা হবে না বলে হুশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মো: আবদুল্লাহ আল মাহমুদ জামান।

অনলাইন নিউজ পোর্টাল বিজয় সংবাদ-কে দেয়া সাক্ষাতকারে আবদুল্লাহ আল মাহমুদ জামান বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, সরকার আমাকে নেত্রকোনাবাসীর সেবা করার উদ্দেশ্যে নিযুক্ত করেছেন, আমি আমার দক্ষতা এবং সততা দিয়ে দ্বায়িত পালন করবো,  আমি আমার সবটুকু দিয়ে মানুষের সেবা করবো, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। আমি নিজে যেমন দুর্নীতি করবো না তেমনই এখানে কাউকে করতেও দেবো না, সরকারি সেবাগুলো যাতে মানুষ নিরপেক্ষভাবে পেতে পারে সেটাই করা হবে।

আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা প্রসঙ্গে জনাব আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, সরকারী সেবার পাশাপাশি মানুষের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেটি দেখাও আমাদের দ্বায়িত্বের অংশ তাই  আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে, এখানে কোনো ধরনের বিশৃংখলা বা মব সন্ত্রাস বরদাস্ত করা হবে না। কেউ যেনো অযথা হয়রানীর শিকার না হয় সে জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহবান জানান নেত্রকোনার সদ্য নিযুক্ত ডিসি আবদুল্লাহ আল মাহুমদ জামান।

সম্প্রতি গতো সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে জারি করে পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোনা ও খুলনা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয় সরকার। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানকে নেত্রকোনার ডিসি করা হয়েছে। তাঁর বাড়ি কুমিল্লার মুরাদ নগরে।

নেত্রকোনার নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান পটুয়াখালীর বাউফল উপজেলার নির্বাহী অফিসার ছিলেন। এরপরে পদন্নোতি পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হয়ে চাঁদপুরে যোগদান করেন। তার সততা আর কর্মদক্ষতায় প্রশংসীত হন।

পরে পদোন্নতি পেয়ে তিনি চাঁদপুরের ডিডিএলজি, কারিগরি শিক্ষা বোর্ডের সচিব, বিজেএমসির মূখ্য পরিচালন কর্মকর্তা, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপপরিচালক ও সর্বশেষ ঢাকা জোনাল সেটেলমেন্ট অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন।

100 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন