আপডেট: আগস্ট ১৭, ২০২৫
অনলাইন নিউজ: শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম দুর্নীতির ও স্বাস্থ্য খাতে সংস্কারের দাবিতে বরিশালে প্রতিবাদ মিছিল অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রজনতা।
গত বৃহস্পতিবার একই দাবিতে শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সামনে শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচিতে হাসপাতাল কর্মচারীদের হামলায় শিক্ষার্থীরা আহত হয়। এ ঘটনায় শিক্ষার্থীদের আসামি করে থানায় অভিযোগ দেয়ায় নতুন করে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে সংগঠক মহিউদ্দিন রনি।
তাই হামলাকারীদর বিচারের দাবিতে এবং দুষ্টু তদন্ত সাপেক্ষে শিক্ষার্থীদের ওপর হামলার সাথে জড়িত হাসপাতালের কর্মচারীদের আইনের হাতে তুলে দেওয়া সহ ৫ দফা দাবিতে আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) নগরীর সদর রোড থেকে একটি মিছিল নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে সামনে এসে অবস্থান নেয়।
এদিকে শিক্ষার্থীদের এই কর্মসূচি ঘিরে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোতায়েন ছিল পুরো মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায়। হাসপাতালের সামনে অবস্থান নেয়া শিক্ষার্থীরা বেশ কয়েকবার হাসপাতাল ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে বাধা দেয় পুলিশ।
সংগঠক মহিউদ্দিন রনি সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা এবং থানায় অভিযোগ কারীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। স্বাস্থ্য উপদেষ্টা যদি দাবি-দাওয়া মানে তাহলে সেটা আমাদের লিখিত দিতে হবে এবং এর রোড ম্যাপ কি হবে সেটাও জানাতে হবে। অন্যথায় এ আন্দোলন চলবে।সূত্র:ঢাকা জার্নাল