১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

লেবাননে ২২ গোলা ছুড়ল ইসরায়েল, নতুন উত্তেজনা

আপডেট: মে ১৮, ২০২১

বিজয় ডেস্ক ॥ যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যখন ইসরায়েল ও হামাসকে চাপ দিয়ে যাচ্ছেন, তখন নতুন করে আরেকটি সীমান্তে উত্তেজনা বাড়ছে। কেননা এবার লেবাননে গোলা ছুড়েছে ইসরায়েল। সোমবার (১৭ মে) ইসরায়েল থেকে লেবাননের দিকে ২২টি গোলা ছোড়া হয়েছে বলে জানিয়েছে লেবাননের একটি নিরাপত্তা সূত্র।

অন্যদিকে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলে এখন পর্যন্ত ছয়টি রকেট ছোড়ার কথা জানিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। খবর আল-জাজিরার।

গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে ৬১টি শিশুও রয়েছে। আহত হয়েছেন দেড় হাজারেরও বেশি মানুষ। আর হামাসের হামলায় ইসরায়েলে দুটি শিশুসহ ১০ জন নিহত হয়েছেন।

লেবাবনে জাতিসংঘের অন্তবর্তী বাহিনী (ইউএনআইএলআইএল) জানিয়েছে, দক্ষিণ লেবাননের রাশায় আল-ফোকার থেকে রকেট ছোড়ার ঘটনা শনাক্ত করা হয়েছে। উত্তেজনা কমাতে ও সর্বোচ্চ সংযম অবলম্বনের আহ্বান জানাতে দুই পক্ষের সঙ্গেই যোগাযোগ করেছেন ইউএনআইএলআইএল প্রধান।

এদিকে ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তৃতীয়বারের মতো ফোনালাপ করেছেন বাইডেন।

হোয়াইট হাউস জানিয়েছে, ‘নিরাপদ বেসামরিক লোকজনের সুরক্ষা নিশ্চিতে সব ধরনের চেষ্টা করতে ইসরায়েলকে উৎসাহিত করছেন বাইডেন। এ সময়ে দুই নেতা হামাস ও ফিলিস্তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে সামরিক অভিযানের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।’

763 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন