২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশাল চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপডেট: জুন ২, ২০২১

নিজস্ব প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মন্নান মৃধার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এলাকাবাসীর পক্ষে এইচ এম হাফিজুর রহমান মামুন লিখিত বক্তব্যে অভিযোগ করেন, সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মন্নান মৃধা সরকারি ব্রিজের মালামাল আত্মসাত করেছেন। আপন বোনের নামে সরকারি ঘর বরাদ্দ নিয়েছেন।

এছাড়া চাঁদাবাজিসহ সংখ্যালঘুদের জোরপূর্বক দেশত্যাগে বাধ্য করার অভিযোগ আনেন তিনি।

এসময় সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

179 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন