২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

কাপড়ে বাঁধা দৌলতদিয়ায় পল্টুনের তার !

আপডেট: মে ১৩, ২০২১

নিজস্ব প্রতিবেদক ॥ দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চালের ব্যস্ততম নৌরুট রাজবাড়ী দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুট। গত মঙ্গলবার সামান্য ঝড়ের কবলে পড়ে ছিড়ে যায় দৌলতদিয়া ৫নং ফেরিঘাট পল্টুনের তার। এতে করে পল্টুনের উপর দাড়িয়ে থাকা একটি সাদা নোয়া মাইক্রেবাস পানিতে তলিয়ে যায়।

নিখোঁজ হয় মাইক্রোবাস চালক মো. মারুফ (৪৫)। বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পায় পন্টুনের উপর দাড়িয়ে থাকা যাত্রীরা। সামান্য ঝড়ে ছিড়ে যাওয়া তার। যা পরে তরিঘড়ি করে মেরামত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি)।

 

২৪ ঘন্টার বেশি সময় ধরে নিখোঁজ গাড়ী চালকের কোন সন্ধায় না পাওয়ায় ক্ষোভ সৃষ্টি হয়েছে মারুফের স্বজদের মাঝে। পদ্মার দিকে অপার দৃষ্টিতে তাকিয়ে আছে নিহতের দুইভাই। সামান্য ঝড়ে পন্টুনের তার ছিড়ে যাওয়ার কারণে পারাপাররত যাত্রীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

গতকাল বুধবার দৌলতদিয়া ৫নং ফেরিঘাটে এ দৃশ্য দেখা যায়। ৫নং ফেরিঘাটের পল্টুনের নতুন তার লাগিয়েছে ফেরিঘাট কর্তৃপক্ষ। তারের মাঝখানে খন্ডিত একটি অংশের সাথে অন্য একটি অংশ কাপড় দিয়ে জোড়া লাগানো হয়েছে। এতে ঘাট এলাকায় বড় ধরণের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

দৌলতদিয়া স্থানীয় এক মৎস্য ব্যবসায়ী বলেন, ঘাট এলাকায় কর্তৃপক্ষের নানা ধরণের অব্যবস্থাপনা রয়েছে। পল্টুনের উপর মানুষ ওঠার কথা নয় সেখানে মানুষ দাড়িয়ে থাকছে। ফেরিঘাট দিয়ে যাত্রী ও যানবাহন একসাথে মহাসড়কে উঠছে। তবে সাধারণ মানুষের আইন না মানার একটি মানসিকতাও রয়েছে।

পন্টুনের তার মেরামত প্রসঙ্গে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কতৃপক্ষ (বিআইডব্লিউটিসির) দৌলতদিয়ার উপ-মহাব্যবস্থাপক মো. ফিরোজ শেখের সাথে তার মোবাইলে কয়েকবার ফোন দিলে তিনি তিনি ফোন রিসিভ করেনি।

এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুল হক খান মামুন বলেন, যদি এটা হয়ে থাকে তবে সেটি দুঃখজনক। এ বিষয়টি নিয়ে আমি এখনই বিআইডব্লিউটিসির কর্মকর্তাদের সাথে কথা বলবো। সন্ধ্যার পর আমি নিজে সেখানে দিয়ে বিষয়টি দেখবো এবং ব্যবস্থা গ্রহণ করবো।

205 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন