২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

পটুয়াখালীতে হতদরিদ্রদের মাঝে সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ

আপডেট: মে ৬, ২০২১

পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর দুমকিতে ৬ শ’ ৫০ জন হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় শেখ হাসিনা সেনানিবাসের সদস্যরা লেবুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খাদ্য সামগ্রী প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন শেখ হাসিনা সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল ইসলাম, দুমকি উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ, লেফটেন্যান্ট কর্নেল মুনীর হোসেন, মেজর আওলাদ হোসেন ও লেফটেন্যান্ট লুবিয়া কামরুল রায়া।

প্রত্যেক পরিবারকে চাল, ডাল, আটা, সেমাই ও চিনি প্রদান করা হয়।

শেখ হাসিনা সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল ইসলাম বলেন, সেনাবাহিনী বিগত দিনেও হত দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছে। সেনাবাহিনীর ত্রান বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে।

193 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন