১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

পতিত আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফেরার স্বপ্ন দেখছেঃ হাবিব-উন নবী খান

আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৫

নিউজ ডেস্কঃজাতীয় পার্টিকে (জাপা) ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসর উল্লেখ করে অবিলম্বে তাদের নিবন্ধন বাতিল এবং দেশে রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ প্রায় ২৯টি রাজনৈতিক দল।

বিএনপি বলেছে, জাতীয় পার্টির (জাপা) কাঁধে ভর করে পতিত আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফেরার স্বপ্ন দেখছে। তাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে ফ্যাসিবাদ আবার ফিরে আসতে না পারে।

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে গণঅধিকার পরিষদের উদ্যোগে তিন দাবিতে আয়োজিত সংহতি সমাবেশে দলগুলোর নেতারা এসব কথা বলেন।

তিন দাবি হলো- গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলায় জড়িতদের শাস্তি; আওয়ামী লীগের দোসর হিসেবে জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ এবং ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। এই সংহতি সমাবেশে প্রায় ৩০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে।

সংহতি সমাবেশে আওয়ামী লীগকে ইঙ্গিত করে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল বলেন, সম্প্রতি অনেকেই অনেক স্বপ্ন দেখছে। আমরা লক্ষ্য করছি, অনেকেই ভাবছেন জাতীয় পার্টি দিয়ে আবার এসে পড়বে। অনেকেই প্রস্তুতি নিচ্ছেন। স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখতে কিন্তু বাধা নেই। তবে একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা চ্যাপ্টার ক্লোজড। এই চ্যাপ্টার আর খোলার সুযোগ নেই। জনগণের ধাওয়ায় পালিয়ে যাওয়া স্বৈরাচার আর ফিরে আসার কোনো রকম নজির নেই।

তিনি বলেন, স্বৈরাচার তো পালিয়ে গেছে, এখন তো স্বৈরাচার নেই। তাহলে নুরুল হক নুরকে রক্তাক্ত করেছে কারা? আমরা বারবার বলেছি, অন্তর্বর্তী সরকারের প্রশাসনের স্তরে স্তরে হাসিনার আন্ডা-বাচ্চা রয়ে গেছে। সরকারকে বলেছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। ব্যবস্থা কিছু কিছু হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয়নি। হোমিওপ্যাথি চিকিৎসা হয়েছে, এলোপ্যাথি চিকিৎসা হয়নি।

52 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন