১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

১৬ বছর আগুনে পুড়ে নেতাকর্মীরা খাঁটি সোনার মানুষ হয়েছেঃ আমীর খসরু

আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৫

হোসেন বাবলা, চট্টগ্রামঃ আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে দেশে ব্যাপক সংঘর্ষ ও ষড়যন্ত্রের কঠোর আভাস পাওয়া যাচ্ছে। যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা‌ করে বিএনপির নেতা কর্মীদের এগিয়ে যেতে হবে। গত ১৬ বছর আমাদের নেতাকর্মীরা আগুনে পুড়ে  খাঁটি সোনার মানুষ হয়েছে। তাই কোনো সড়যন্ত্র সফল হবে না।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত এক বর্ণাঢ্য আনন্দ মিছিলের কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপরোক্ত কথা বলেন।

নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম, যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ,‌ শ্রমিক নেতা নাজিম উদ্দিন চৌধুরী, যুবদলের মোশাররফ হোসেন দীপ্তি, ছাত্রদলের সাইফুল আলম, মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি, স্বেচ্ছাসেবক দলের বেলায়েত হোসেন ভুলু‌ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

86 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন