১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনে প্রশংসায় ইউনিয়ন জামায়াতের আমির

আপডেট: আগস্ট ২৯, ২০২৫

ডেস্ক রিপোর্টঃ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যের পণ্য কিনতে সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়ালেন দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন জামায়াতের আমির তৈয়বুর রহমান। তার এই আচরণ সাধারণ মানুষের মাঝে প্রশংসা কুড়িয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর শতগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির ডিলার যখন পণ্য বিক্রি শুরু করেন, তখন চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে নিম্ন আয়ের মানুষ সারিবদ্ধভাবে দাঁড়ায়। এ সময় সেখানে উপস্থিত হন ইউনিয়ন জামায়াতের আমীর তৈয়বুর রহমান। তাকে দেখে অনেকেই বিস্মিত হন এবং সামনে জায়গা ছেড়ে দিতে চান। কিন্তু তিনি সুবিধা না নিয়ে সবার পেছনে গিয়ে দাঁড়ান।

প্রত্যক্ষদর্শীরা জানান, তৈয়বুর রহমানের এই দৃষ্টান্ত দেখে লাইনে থাকা অন্যরাও অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে পণ্য কেনেন। দীর্ঘ সময় অপেক্ষা করার পর নিজের পালা এলে তিনি পণ্য সংগ্রহ করে বাড়ি ফিরে যান। তার এই ধৈর্য এবং সাধারণ মানুষের প্রতি শ্রদ্ধার কথা দ্রুতই এলাকায় ছড়িয়ে পড়ে।

জয়নাল আবেদিন এবং মহসিন কবিরাজ নামের দুজন প্রত্যক্ষদর্শী বলেন, “তৈয়বুর রহমানের মতো একজন সম্মানিত নেতা লাইনে দাঁড়িয়ে পণ্য কিনবেন, এটা আমরা সহজে বিশ্বাস করতে পারিনি। তিনি চাইলে অনেক সুবিধা নিতে পারতেন, কিন্তু তা না করে সাধারণ মানুষের কাতারে এসে যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।”

মাজহারুল ইসলাম নামে একজন যুবক বলেন, “আমরা এমন নেতৃত্ব চাই, যারা মানুষের সঙ্গে মিশে থাকে। আজকের এই ঘটনা প্রমাণ করে, নেতৃত্ব মানে শুধু ক্ষমতা নয়, বরং দায়িত্বশীলতা।”

এ প্রসঙ্গে তৈয়বুর রহমান বলেন, “আমি চাইলে সবার আগে পণ্য নিতে পারতাম, কিন্তু আমি চাই না আমার জন্য অন্য কারও অধিকার ক্ষুণ্ন হোক। আমাদের সংগঠন শেখায়— অন্যায়ের মাধ্যমে কিছু অর্জন নয়, বরং শৃঙ্খলা ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।”সূত্র:আমার দেশ

31 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন