আপডেট: আগস্ট ৪, ২০২৫
সোহেল আহমেদ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকায় প্রতিষ্ঠিত হালিশহর মডেল স্কুল-এর এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (০৪ আগস্ট) সকাল ১১টায় হালিশহর মডেল স্কুলের হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসাইন এর সভাপতিত্ব করেন।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ইন্জিনিয়ার মোহাম্মাদ হোসেন স্কুলটির প্রতিষ্ঠালগ্ন থেকে এর ধারাবাহিক সাফল্যের কথা তুলে ধরে সমাজসেবায় ভূমিকা রাখতে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্কুলটির সাধারণ সম্পাদক আলী আশরাফ বলেন, আমরা হালিশহর মডেল স্কুল কতৃপক্ষ শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে সার্বক্ষণিক খোঁজ খবর নিয়ে থাকি। শুধু এসএসসি পরীক্ষা নয় সকল শ্রেণির প্রতিটি পরীক্ষার সময় আমাদের শিক্ষকদের মনিটরিং টিম বাসায় বাসায় গিয়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সচেতণ করে থাকে। যে কারণে আমাদের শিক্ষার্থীরা পড়াশুনায় আরও মনোযোগী হয়। প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্য ও এসএসসিতে জিপিএ ৫ সহ শতভাগ পরীক্ষার্থী পাশ করায় শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দদের ধন্যবাদ জানান আলী আশরাফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্ঠা পরিষদের সদস্য সাবেক সফল সভাপতি মোঃ জাকির হোসেন, অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বরিশাল২৪.কম-এর নির্বাহী সম্পাদক মনিরুজ্জামান।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন হালিশহর মডেল স্কুলের সহকারি শিক্ষক টুম্পা দাশ, খাদিজা সুলতানা, মুনাওয়ার হোসাইন
আলমাস নুরুল আলম, ফারজানা ইয়াছমিন মিতু, গোলামুর রহমান শিমুল, নুসরাত জাহান অর্পা, শাহিন আলম, খাদিজা আক্তার মুক্তা, নিপা আক্তার, সিমা আক্তার, লিজা আক্তার, ইসরাত ইসলাম জনি, সোয়েবা আক্তার, থুইসিংমে চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি শিক্ষক গোলামুর রহমান শিমুল। উল্লেখ্য হালিশহর মডেল স্কুলটি ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়।