২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

চট্টগ্রামে আসছেন সাবেক এমপি বিএনপি নেতা শহিদুল আলম তালুকদার

আপডেট: জুলাই ২০, ২০২৫

নিজস্ব প্রতবেদক, চট্টগ্রামঃ আগামী ২৫ জুলাই শুক্রবার জাতীয় সংসদের পটুয়াখালী-২ আসনের সাবেক এমপি বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদার চট্টগ্রামে আসছেন। পটুয়াখালী জেলার বাউফল উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মত বিনিময় ও আলোচনা সভায় তিনি যোগদান করবেন বলে বলে জানা গেছে। সূত্র জানায়, চট্টগ্রামস্থ বাউফল উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় এর মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করবেন সাবেক এই সাংসদ।

মতবিনিময় ও আলোচনা সভায় বাউফল উপজেলা বিএনপির জনপ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও এতে চট্টগ্রাম সিটির ৩৯ নং ওয়ার্ড এর সাবেক জনপ্র্রিয় কাউন্সিলর ইপিজেড থানা বিএনপির সাবেক সভাপতি, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য সরফরাজ কাদের রাসেল প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

প্রসঙ্গে জানতে চাইলে, বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের কৃতিসন্তান মোঃ মনিরুল ইসলাম বিজয় সংবাদ-কে জানান, দীর্ঘদিন পর আমাদের প্রিয় নেতা বাউফল এর উন্নয়নের রুপকার বীর মুক্তিযোদ্ধা জনাব শহিদুল আলম তালুকদার সাহেব এর চট্টগ্রামে আগমনকে কেন্দ্র করে চট্টগ্রাস্থ উপজেলা বিএনপি নেতা-কর্মীদের মাঝে ব্যপক উৎসাহ উদ্দীপনা চলছে। ইতিমধ্যে আমরা মত বিনিময় ও আলোচনা সভার সকল প্রস্তুতি সম্পন্ন করেছি বলে জানান বিএনপি নেতা মো: মনিরুল ইসলাম।

852 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন