আপডেট: জুন ৬, ২০২১
মোংলা প্রতিনিধি ॥ মোংলায় নতুন করে আরও ২০ জনের করোনা শনাক্ত করা হয়েছে। রবিবার (৬ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস।
তিনি জানান,মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার মোট ৩৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেখানে ২০ জনেরই করোনা পজেটিভ। শনাক্তের হার ৫২ শতাংশ।
এর আগে গত মঙ্গলবার (১ জুন) ৫৯ জনের নমুনা পরিক্ষা করে ৪১ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে ও বৃহস্পতিবার (৩ জুন) ২৫ জনের নমুনা পরিক্ষা করে ১০ জন এবং
শনিবার (৫ জুন) ৪৮ জনের নমুনা পরিক্ষা করে ৩৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়।