৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

নওগাঁয় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইসবপুর ইউনিয়ন 

আপডেট: মে ৩১, ২০২১

নওগাঁ প্রতিনিধি ॥ নওগাঁর ধামইরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে বিকেল ৪ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে চুড়ান্ত খেলায় প্রতিদ্বন্দীতা করেন ইসবপুর ইউনিয়ন একাদ্বশ বনাম জাহানপুর ইউনিয়ন একাদ্বশ।

বৃষ্টির কারণে স্বল্প সময়ের খেলায় ইসবপুর ইউনিয়ন একাদ্বশ ১-০ গোলে জাহানপুরকে পরাজিত করে ইসবপুর ইউনিয়ন দল চ্যাম্পিয়নহয়।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরুস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি গনপতি রায়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও ধামইরহাট উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, ইসবপুর ইউনিয়ন দলের টিম লিডার ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েশ বাদল,

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী, পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর মেহেদী হাসান, উত্তরবঙ্গের জনপ্রিয় ধারাভাস্যকার খোরশেদ রায়হান, উপজেলা ফুটবল ফেডারেশনের সভাপতি নাসির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ২৪ মে বিকেল সাড়ে ৪ টায় উপজেলা প্রশাসন ধামইরহাটের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় ধামইরহাট শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ টুর্ণামেন্ট উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বলানি ও খনিজ সম্পদ মন্ত্রনায়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো.শহীদুজ্জামান সরকার এম.পি।

711 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন