২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশালে নিখোঁজের একদিন পর খাল থেকে শিশুর লাশ উদ্ধার

আপডেট: মে ২১, ২০২১

নিজস্ব প্রতিনিধি ॥ বরিশাল নগরীর আমানতগঞ্জ এলাকার খাল থেকে শুক্রবার সকালে নিখোঁজ শিশু সবুজ মন্ডলের (১০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির মৃত্যুর বিষয়ে প্রাথমিকভাবে কোনো মন্তব্য না করলেও নিহতের স্বজনদের দাবি, সবুজকে হত্যা করে লাশ খালে ফেলা হয়েছে।

শিশু সবুজ মন্ডল নগরীর ৬ নম্বর ওয়ার্ড হাটখোলা শিশুপার্ক কলোনির ময়লাখোলা সাদেমের ঘাট এলাকার বাসিন্দা লিটন মন্ডলের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত নয়টার দিকে সবুজ তার মায়ের কাছ থেকে ২০টাকা নিয়ে ফুচকা খেতে বের হয়ে নিখোঁজ হয়। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও সবুজের কোন সন্ধান পায়নি। রাতেই নিখোঁজের বিষয়টি কোতয়ালি মডেল থানা পুলিশকে অবহিত করা হয়।

সবুজের পরিবারের দাবি, সম্প্রতি মোবাইল চুরির অপবাদে স্থানীয় কয়েকজন ব্যক্তি সবুজকে মারধর করে। সেসময় তারা সবুজকে পরবর্তীতে মেরে ফেলারও হুমকি দেয়। স্বজনদের ধারণা সেই হুমকিদাতারাই সবুজকে হত্যা করে লাশ খালে ফেলে দিয়েছে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আসাদুজ্জামান বলেন, তাৎক্ষণিকভাবে কিছুই বলা যাচ্ছেনা। তারপরেও স্বজনদের অভিযোগের বিষয়টি মাথায় রেখে পুলিশের তদন্ত চলছে। পাশাপাশি লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

251 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন