১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

মহাসড়কে কোমর পানি, বন্ধ যান চলাচল 

আপডেট: জুন ১, ২০২১

সাভার প্রতিনিধি ॥ বৃষ্টিতে প্লাবিত আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক। পানি নিষ্কাশনের জন্য এই গুরুত্বপূর্ণ সড়কটির মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। ঘুরিয়ে দেওয়া হচ্ছে এই সড়কে চলাচলরত পরিবহন।

মঙ্গরবার (০১ মে) সন্ধ্যায় ক্যামেরায় ধরা পরে এই দৃশ। দেখা যায়, বাইপাইল-আব্দুল্লাপুর মহাসড়কের প্রবেশ মুখ বাইপাইল এলাকায় পুলিশের রেকার দিয়ে পরিবহন ঢুকতে বাধা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, রাস্তায় পানি থাকায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, তাই রাস্তার পানি নিষ্কাশেনর জন্য আপাদত এই মহাসড়কে কোনো পরিবহন ঢুকতে দেওয়া হচ্ছে না। পানি কমলে পরিবহর ছাড়া হবে।

এ ব্যাপারে বাইপাইল ট্রাফিক বক্সের দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) খসরু পারভেজ বলেন, সড়কে পানি থাকার কারণে সাময়িকভাবে পারিবহনের প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে সড়কে ঘন্টার পর ঘন্টা যাত্রীদের বসে থাকতে হবে না।

এদিকে এই মহাসড়কের পথ বন্ধ থাকায় ও বৃষ্টির কারণে জলবদ্ধতা সৃষ্টি হওয়া চরম দূভোর্গে পড়েছে এই এলাকায় বসবাসরত শ্রমিকরা।

100 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন