২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

১৭ বছরের অপেক্ষার অবসান আজ দেশে ফিরছেন তারেক রহমান

আপডেট: ডিসেম্বর ২৪, ২০২৫

সোহেল আহমেদঃ দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান। আজ ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতিমধ্যে তিনি লন্ডনের বিমানবন্দরে পৌছেছেন বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর ৩০০ ফিটে প্রস্তুত করা হয়েছে অভ্যর্থনা মঞ্চ।

দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মীরা আসতে শুরু করেছেন।  প্রিয় নেতাকে এক নজর দেখতে মঞ্চের আশপাশে ইতিমধ্যে নেতাকর্মীদের অবস্থান দেখা গেছে। কনকনে শীত উপেক্ষা করে নেতাকর্মীদের মঞ্চ এলাকায় এক ধরনের উৎসব বিরাজ করছে।

বরিশাল থেকে ৪ টি লঞ্চে কমপক্ষে ২০ হাজার নেতাকর্মী রাজধানীতে রওনা দিয়েছেন বলে জানা গেছে। এদিকে চট্টগ্রাম মহানগরসহ ইপিজেড এলাকা থেকেও ট্রেন ও বাস যোগে হাজার হাজার নেতাকর্মী রাজধানীতে রওনা দিয়েছেন।

সবকিছু ঠিকঠাক থাকলে আজ তারেক রহমান এর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে এক নতুন ইতিহাস সৃষ্টি হবে বলে প্রত্যাশা নেতাকর্মীদের।

52 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন