আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৫
অনলাইন নিউজঃ‘সাধারণ একটা কফিনে হাসিমুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হবো’—এমন আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি।
ওসমান হাদির ভেরিফায়েড পেজে ১৯ ডিসেম্বর সকাল ১১টা ৫৯ মিনিটে একটি পোস্ট প্রকাশ করা হয়। পোস্টে কফিনের একটি ছবি যুক্ত করা হয়েছিল এবং তা মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। পেজে লেখা হয়, ‘হারাম খাইয়া আমি এত মোটাতাজা হই নাই, যাতে আমার স্পেশাল কফিন লাগবে! খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসিমুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হবো।’
ওসমান হাদির মৃত্যুর দিনে তার দেওয়া এই পোস্টটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। পোস্টে হাদি আরও লিখেছিলেন, ‘মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়। আমি চলে গেলে আমার সন্তান লড়বে, তার সন্তান লড়বে। যুগ হতে যুগান্তরে আজাদের সন্তানরা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবেই। মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর হতে পৃথিবীতে পা রেখেছি।’
আরও একটি পোস্ট ব্যাপকভাবে রি-পোস্ট ও ভাইরাল হয়। এতে হাদি লিখেছিলেন, ‘হারাম খাইয়া আমি এতো মোটাতাজা হই নাই, যাতে আমার স্পেশাল কফিন লাগবে! খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসিমুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হবো।’
ইনকিলাব মঞ্চ জানায়, আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) শরিফ ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হচ্ছে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে সিঙ্গাপুর ত্যাগ করার কথা রয়েছে মরদেহবাহী ফ্লাইটটির। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্ভাব্য অবতরণের সময় নির্ধারিত হয়েছে সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে।