১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

এই সরকার নিজেরাই বৈষম্য সৃষ্টি করছে : রাশেদ খান

আপডেট: আগস্ট ৩১, ২০২৫

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকার নিজেরাই বৈষম্য সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

রবিবার (৩১ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, ‘এই সরকার নিজেরাই বৈষম্য সৃষ্টি করছে। সর্বদলীয় বৈঠক না করে ৩টি দলকে নিয়ে বৈঠক ডেকে বাকিদের সাথে অন্যায় করেছে।

পোস্টের সঙ্গে বিএনপি নেতা ইশরাক হোসেনের একটি পোস্ট শেয়ার করেন রাশেদ। ওই পোস্টে ইশরাক বলেছেন, হত্যার উদ্দেশ্যে হামলা করে রক্তাক্ত করা হলো গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুরকে। আর সরকার এই দলকেই আলোচনার জন্য আহ্বান জানাল না। দুই হাজার বছরের অধিক সময় পরেও এই উপমহাদেশ সম্পর্কে আলেকজান্ডার দ্য গ্রেটের বিখ্যাত উক্তি এখনো প্রযোজ্য রয়েছে।

নির্বাচন ও দেশের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতে আজ রবিবার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ইতিমধ্যে বিকেলে জামায়াতের প্রতিনিধি দল বৈঠক করেছেন। সন্ধ্যা ৬টায় বৈঠকে বসেছে এনসিপি। আর সন্ধ্যা ৭টায় বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

62 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন