আপডেট: আগস্ট ২৯, ২০২৫
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় পার্টিকে সৈরাচার হাসিনার দোষর আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি করা ভিপি নুর মারক্তকভাবে কর্মী সংকটে পরেছেন এমন ভিডিও চিত্র সোস্যাল মিডিয়িায় ছড়িয়ে পড়েছে।
জনমুক্তি আন্দোলননামের একটি ফেসবুক পেজ থেকে ভিপি নুরের বিক্ষোভ সমাবেশ একাধিকবার লাইভ দেখানো হচ্ছিল।
আজ (২৮ আগস্ট) শুক্রবার অনুষ্ঠিত ভিপি নুরের সমাবেশে পূর্বের যে কোন কর্মসূচীর চেয়ে সমাবেশে আশংকাজনকভাবে কর্মী উপস্থিতি দেখা গেছে। এতে জনসাধারণের মধ্যে কৌতহলের সৃষ্টি হয়েছে। সমাবেশে দেখে অনেকে বলছেন কর্মীর চেয়ে নেতা বেশিে এখানে। 
উল্লেখ্য, সম্প্রতি আলোচিত ইউটুবার তোহিদ আফ্রিদি গ্রেপ্তার নিয়ে তোহিদ আফ্রিদির পক্ষে অবস্থান নিয়ে ভিপি নুর ব্যাপক ভাবে সমালোচনায় রয়েছেন।