আপডেট: মে ১৩, ২০২১
বিশেষ প্রতিনিধি ॥ করোনার ধাক্কায় বিপর্যন্ত সারা পৃথিবী। খেলাধুলায় এর প্রভাব পড়েছে বেশ। আর্থিক সমস্যায় পড়েছে অনেক সংস্থা। ঠিক এই সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টিভি স্বত্ব বিক্রি করে বড় অঙ্ক আয় করতে আশাবাদী। বিসিবির সূত্রে জানা গেছে, টিভি স্বত্ব বিক্রি করে ১৫০ কোটি টাকা পেতে পারে বিসিবি।
ঘরের মাঠে আগামী দুবছরের সব সিরিজের জন্য টিভি স্বত্ব বিক্রির দরপত্র আহ্বান করেছে বিসিবি। ১৮ মে ২০২১ থেকে ২০২৩ সালের ৫ অক্টোবর পর্যন্ত টিভি স্বত্ব বিক্রি করবে বিসিবি। স্বত্ব বিক্রির শেষ তারিখ ১৭ মে।
আগামী দুই বছর বাংলাদেশ ঘরের মাঠে ৭টি টেস্ট, ১৮টি ওয়ানডে ও ১৯ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
এর আগে ২০১৪ সালে ৬ বছরের জন্য গাজী টেলিভিশনের কাছে টিভি স্বত্ব বিক্রি করেছিল বিসিবি। করোনা পরবর্তী সময়ে সিরিজ ধরে এগোনোর পরিকল্পনা ছিল বিসিবি।
তাই দেশের মাটিতে শুধু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য দরপত্র আহ্বান করেছিল বিসিবি। সেই নিলামে অংশ নিয়েছিল গাজী টেলিভিশন, টি স্পোর্টস ও ব্যান টেক। সেই নিলামে তিনটি ওয়ানডে ও দুটি টেস্টের জন্য ১৭ কোটি ৯৭ লাখ টাকা খরচ করে টিভি স্বত্ব কিনেছিল ব্যান টেক।
এ ব্যাপারে বিসিবির এক কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু বেড়েছে। টিভি স্বত্ব বিক্রি করে ১৫০ কোটি টাকা আয় করা যেতে পারে।’