২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশালে ইফতারি নিয়ে শ্রমজীবীদের পাশে ড্রীম লাইফ মাদকাসক্তি নিরাময় কেন্দ্র

আপডেট: এপ্রিল ২৭, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত বরিশালের রিকশাচালক ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেছে ড্রীম লাইফ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রর সদস্যরা।

 

গতকাল ২৬শে এপ্রিল সোমবার ড্রীম লাইফ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পক্ষ থেকে নগরীর বিভিন্ন স্থানে অসহায় মানুষদের মাঝে প্যাকেটে করে এই ইফতারসামগ্রী বিতরণ করা হয়।

 

 

এ সময় ড্রীম লাইফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাজমুল হাসান বাপ্পি ও ড্রীম লাইফ পরিবারের সদস্যরা বলেন, ‘লকডাউনে শ্রমজীবী ও দরিদ্র মানুষেরা বিপাকে পড়েছেন।

 

 

তাই আমরা রোজার সময় তাদের হাতে ইফতারি তুলে দেয়ার চেষ্টা করছি। আজ ৫০ জনেরও বেশি মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে এবং শেষ রমজান পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’

779 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন