৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

হিজলায় ভাশুড়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

আপডেট: জুন ১, ২০২১

হিজলা প্রতিনিধি ॥ বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়নের মান্দ্রা এলাকার রহিমা বেগম ও তার ছেলে দেলোয়ার হোসেন, ভাসুর জাহের মাঝির নির্যাতনের শিকারে আহত হয়ে হিজলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহত রহিমা বেগম মান্দ্রা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী খালেক মাঝির স্ত্রী।

আহত রহিমা বেগম জানান, মঙ্গলবার ১ জুন সকালে তার ছেলে দেলায়ারকে তুচ্ছ কথা নিয়ে মারধর করে জাহের মাঝি। সেই ঘটনার জেরে দুপুরে রহিমার ঘরে ঢুকে ভাসুর জাহের মাঝি, তার স্ত্রী নাসিমা বেগম ও মেয়ে সীমা তাকে নির্যাতন করে।

জাহের মাঝির হাতে থাকা লাঠি দিয়ে তার ডান চোখে এবং মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে গেলে ভাসুরের স্ত্রী এবং মেয়ে তার বুকে লাথি মারলে সে জ্ঞান হারিয়ে ফেলে।

স্বামী খবর পেয়ে বাসায় ছুটে এসে তাকে দ্রুত হিজলা হাসপাতালে ভর্তি করেন। আহতের পরিবারের অন্যান্য সদস্যরা জানায় উক্ত ঘটনার ব্যাপারে হিজলা থানায় মামলা দায়ের করা হবে।

131 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন