২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশালে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা

আপডেট: জুন ১, ২০২১

নিজস্ব প্রতিনিধি ॥ বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন প্রধান অতিথি পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয়ের পরিচালক দীপক রঞ্জন রায়, সিভিল সার্জন বরিশাল ডাঃ মনোয়ার হোসেন, জেলা আওয়ামীগের সাধারণ তালুকদার মোঃ ইউনুস ও সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ প্রমুখ।

সভার আগে সাধারণ মানুষের মাঝে প্যাকেটজাত দুধ ও টিশার্ট বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

অন্যদিকে দিবসটি উপলক্ষে প্রান্তজন এগ্রো এন্টারপ্রাইজ-এর উদ্যোগে নগরীতে দুধের পুষ্টি ও গুনাগুণ সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়েছে। এসময় শিশুদের মাঝে দুধ বিতরণ করেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

263 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন